ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ভুটানেও শিরোপাতে নজর বাংলাদেশের মেয়েদের রাণীশংকৈলে যৌথ বাহিনীর হাতে মাদক ব্যবসায়ী আটক। একনেকে ১১ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯৩৬১ কোটি টাকা উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশা ৩৬ বিসিএস পুলিশের আহ্বায়ক শফিক, সদস্য সচিব রুবেল  বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ অ্যাম্বুলেন্স আটকানোর অভিযোগে নবজাতকের মৃত্যু: সিন্ডিকেটের মূল সদস্য সবুজ দেওয়ানকে গ্রেপ্তার ডামুড্যায় কাজী বাড়ি জামে মসজিদে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরষ্কার পেলেন ৩০ শিশু কিশোর জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

সাংবাদিক

 

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে না পাঠিয়ে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। তারা অন্য মিশনগুলোতেও বিষয়টি পৌঁছে দেওয়ার দায়িত্ব পাচ্ছেন।

দূতাবাস সূত্র জানিয়েছে, ছবিগুলো সরানোর কার্যক্রম তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এই পদক্ষেপের ফলে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকবে না।

বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদিও লিখিত নির্দেশনা নেই, টেলিফোনের মাধ্যমে সরাসরি জানানো হয়েছে এবং অন্যান্য মিশনকেও বিষয়টি জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কিছু অঞ্চলে এখনও সব কূটনীতিক এই বার্তা পাননি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন, ‘এমন কোনো বার্তা এখনো আমি পাইনি। তবে হাইকমিশনার পেয়েছেন কি না, তা জানি না।’

 

তথ্যসূত্র : দৈনিক ইত্তেফাক

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
৫১৪ Time View

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

আপডেটের সময় : ০৫:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

 

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে না পাঠিয়ে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। তারা অন্য মিশনগুলোতেও বিষয়টি পৌঁছে দেওয়ার দায়িত্ব পাচ্ছেন।

দূতাবাস সূত্র জানিয়েছে, ছবিগুলো সরানোর কার্যক্রম তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এই পদক্ষেপের ফলে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকবে না।

বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদিও লিখিত নির্দেশনা নেই, টেলিফোনের মাধ্যমে সরাসরি জানানো হয়েছে এবং অন্যান্য মিশনকেও বিষয়টি জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কিছু অঞ্চলে এখনও সব কূটনীতিক এই বার্তা পাননি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন, ‘এমন কোনো বার্তা এখনো আমি পাইনি। তবে হাইকমিশনার পেয়েছেন কি না, তা জানি না।’

 

তথ্যসূত্র : দৈনিক ইত্তেফাক