Wednesday , 24 April 2024
শিরোনাম

বিবিসি, ডয়েচে ভেলেসহ সংবাদমাধ্যমের সম্প্রচার সীমিত করছে রাশিয়া

ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) সম্প্রচার সীমিত করার পর ডয়েচে ভেলের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে রাশিয়া। খবর বিবিসি।

এ ছাড়া মেডুজা এবং রেডিও লিবার্টির সম্প্রচার বন্ধ করেছে রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রাশিয়ান পরিষেবাসমূহ সীমিত করা রয়েছে।

মেডুজা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশ লাটভিয়াভিত্তিক সংবাদ সরবরাহকারী অনলাইন সংবাদমাধ্যম। রাশিয়ান এবং ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে তারা।

রেডিও লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোর সংবাদ সম্প্রচার করার পাশাপাশি তথ্য সংগ্রাহ ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।

ইউক্রেনে হামলা এক মাস আগে ডয়েচে ভেলের রাশিয়ান সংস্করণ বন্ধ করে দেওয়া হয়। সেখানকার সাংবাদিকদের অনুমোদনপত্র বাতিল করা হয়।

Check Also

তাপপ্রবাহে বাংলাদেশের শিশুরা রয়েছে ‘অতি উচ্চঝুঁকিতে’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জানিয়েছেন, তাপপ্রবাহের কারনে বাংলাদেশের শিশুরা স্বাস্থ্যগত উচ্চঝুঁকিতে রয়েছে। বুধবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x