লুৎফুর রহমান রিপন।।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমনের কর্মী ও সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা বিষয়ে অভিযোগ করে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল ১৯ মে, রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন। লিখিত বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলাবাসী আমার প্রতি ব্যাপক উৎসাহ ও ভালোবাসা এবং আন্তরিকতা দেখিয়েছেন। আমার প্রতি এই উৎসাহ ও অনুপ্রেরনা দেখে আমার প্রতিদ্বন্ধী প্রার্থী প্রতিহিংসা পরায়ন হয়ে তার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আমার কর্মী ও সমর্থকদের প্রান নাশের হুমকি-ধমকি দিচ্ছে। আমার পোষ্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে ক্ষতিসাধন করার পরেও আমি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি। এবারের নির্বাচনে দল থেকে প্রার্থী, প্রতীক কিংবা সমর্থন দেওয়া হয়নি। সুষ্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রী এমপি যারা তারা এই পক্রিয়ার মধ্যে অন্যায় কোন হস্তক্ষেপ করতে পারবে না। আমার প্রতিদ্বন্ধী দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মন্ত্রীর নাম পদ মর্যাদা ব্যবহার করে ভোটারদের নিকট ভোট চাচ্ছেন এবং মাননীয় মন্ত্রী থেকে ভোটারদেরকে স্বার্থ পাইয়ে দেবার প্রলোভন দিচ্ছেন। নির্বাচনী মনোয়নপত্র দাখিল থেকে শুরু করে অদ্যাবধি মাননীয় মন্ত্রীর চাঁদপুর পৌরসভাধীন কদমতলাস্থ বাসভবন আমার প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) তার নির্বাচন পরিচালনার প্রধান কেন্দ্র বিন্দু হিসাবে ব্যবহার করে আসছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার প্রতি মাননীয় মন্ত্রীর সমর্থন আছে বলে ভোটারদেরকে বিভ্রান্ত করছেন। সেই সাথে চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয় উপজেলা পরিষদ নির্বাচন আচরন বিধিমালা লঙ্ঘন করে তিনি প্রকাশ্যে আমার প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কার পক্ষে তার সরকারি গাড়ী ব্যবহার করে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলোতে স্বশরীরে উপস্থিত হয়ে পৌরসভার ভোটারদের বিভিন্ন লোভ ও উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন। যাহা নির্বাচন আচরন বিধির ২২(১) এর সুস্পষ্ট লঙ্ঘন। চাঁদপুর পৌরসভায় UNDP কর্তৃক পরিচালিত দারিদ্র বিমোচন ও বস্তি উন্নয়ন (CDC) প্রকল্পের আওতাধীন সুবিধাভোগী ভোটারদেরকে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছেন। UNDP এর পৌরসভার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা দ্বারা সুবিধাভোগীদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন এবং এ প্রকল্পের আওতাধীন দারিদ্র জনগোষ্ঠী যাদের বিকাশ একাউন্ট নেই তাদেরকে বিকাশ একাউন্ট খুলে দিচ্ছেন। UNDP জাতিসংঘের আওতাধীন একটি সংস্থা, তাদেরকে মেয়র মহোদয় ব্যবহার করছেন যা উপজেলা পরিষদ নির্বাচন আচরন বিধিমালা ২২(২) এর সুস্পষ্ট লঙ্ঘন। আমার নির্বাচনী প্রতিদ্বন্ধী দোয়াত কলম মার্কা চেয়ারম্যান প্রার্থী মাননীয় মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে, মেয়র মহোদয় তার পদ পদবী ব্যবহার করে উন্নয়ন সহযোগী সংস্থাকে ব্যবহার করায়, ইহাতে প্রতীয়মান হয় যে, দোয়াত কলম মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী পেশী শক্তি ও কালো টাকা ব্যবহার করবেন। চাঁদপুর সদর উপজেলা নির্বাচনী এলাকার বিভিন্ন ভাতাভোগীদেরকে দোয়াত কলম মার্কায় ভোট প্রদানের জন্য চাপ প্রয়োগ করছেন। অন্যথায় ভাতাভোগীদের তাদের প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত করবেন বলে হুমকি ধমকি দিচ্ছেন। পৌরসভার মেয়র মহোদয় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে এবং পৌরসভা কর্তৃক পরিচালিত বিদ্যালয় গুলোর শিক্ষক শিক্ষিকাগণকে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করার জন্য চাপ প্রয়োগ করছেন। নির্বাচন পরিচালনার কাজে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দের নিকট নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আমি আপনাদের মাধ্যমে জোর দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি রহিম বাদশা, সহ সভাপতি সোহেল রুশদী, নির্বাহী সদস্য সহীদ পাটওয়ারী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।