বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের দায়িত্বে মোহাম্মদ মমিনুল ইসলাম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানের অন্যতম জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদেও দায়িত্ব পালন করবেন।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) বুশরা খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।
মোহাম্মদ মমিনুল ইসলাম বিমানে ৩৯ বছরেরও অধিক সময় ধরে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ এই পেশাগত যাত্রায় তিনি পরিচালক (গ্রাহক সেবা), পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং), পরিচালক (প্রশাসন)সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিমানের সর্বাধিক অভিজ্ঞ পরিচালক এবং পূর্বে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে শিক্ষাগ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম লং কোর্সের একজন চৌকস অফিসার হিসেবে কমিশনপ্রাপ্ত হন। তার সামরিক শৃঙ্খলা, পেশাগত দক্ষতা এবং নেতৃত্বের অভিজ্ঞতা বিমানের প্রশাসনিক কাঠামো ও মানবসম্পদ ব্যবস্থাপনাকে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
বিমান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে মোহাম্মদ মমিনুল ইসলাম তার দীর্ঘ অভিজ্ঞতা ও প্রাজ্ঞ নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসন, মানবসম্পদ এবং সরবরাহ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন ও উন্নয়ন আনবেন।