ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের দায়িত্বে মোহাম্মদ মমিনুল ইসলাম

সাংবাদিক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘ অভিজ্ঞতা সমপন্ন কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩০ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) বুশরা ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রায় ৩৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার-এ মোহাম্মদ মমিনুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। অতীতে তিনি পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (কাস্টমার সার্ভিস), পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং), এবং পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) ছাড়াও জিএম (এডমিন), জিএম (সিকিউরিটি) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি বিমানের জেষ্ঠ অভিজ্ঞ পরিচালক হিসেবে পূর্বে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন মেধাবী ক্যাডেট মোহাম্মদ মমিনুল ইসলাম ১৯৮৪ সালে ক্যাডেট কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন।পরবর্তীতে ১৯৮৬ সালের শেষ দিকে তিনি বিমানে অফিসার হিসেবে যোগদান করেন এবং তখন থেকেই বিমানের প্রশাসনিক পরিসরে তার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বমূলক গুণাবলির ছাপ রেখে চলেছেন। তিনি তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে, ক্রাইসিস ম্যানেজমেন্ট পারদর্শী এবং ওয়েলফেয়ার অফিসার হিসেবেও বিমান এয়ারলাইনসে বিশেষভাবে পরিচিত।

নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে মোহাম্মদ মমিনুল ইসলামের যোগদানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর আশাবাদ ব্যক্ত করেছেন।তাদের দৃঢ় বিশ্বাস, দীর্ঘ অভিজ্ঞতা, প্রাজ্ঞ নেতৃত্ব এবং কর্মনিষ্ঠা দিয়ে তিনি প্রশাসন, মানবসম্পদ এবং সরবরাহ ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন।তার দক্ষতা, দূরদর্শিতা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গি বিমানের অগ্রযাত্রাকে করবে আরো বেগবান—নিয়ে যাবে নতুন উচ্চতায়, নতুন সম্ভাবনায়।
বিমান সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা—তাঁর হাত ধরে এ প্রতিষ্ঠান পাবে নেতৃত্বের নতুন দিগন্ত, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিমানের ভাবমূর্তিকে করবে আরও উজ্জ্বল ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৫১৩ Time View

বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের দায়িত্বে মোহাম্মদ মমিনুল ইসলাম

আপডেটের সময় : ০৪:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘ অভিজ্ঞতা সমপন্ন কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩০ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) বুশরা ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রায় ৩৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার-এ মোহাম্মদ মমিনুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। অতীতে তিনি পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (কাস্টমার সার্ভিস), পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং), এবং পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) ছাড়াও জিএম (এডমিন), জিএম (সিকিউরিটি) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি বিমানের জেষ্ঠ অভিজ্ঞ পরিচালক হিসেবে পূর্বে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন মেধাবী ক্যাডেট মোহাম্মদ মমিনুল ইসলাম ১৯৮৪ সালে ক্যাডেট কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন।পরবর্তীতে ১৯৮৬ সালের শেষ দিকে তিনি বিমানে অফিসার হিসেবে যোগদান করেন এবং তখন থেকেই বিমানের প্রশাসনিক পরিসরে তার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বমূলক গুণাবলির ছাপ রেখে চলেছেন। তিনি তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে, ক্রাইসিস ম্যানেজমেন্ট পারদর্শী এবং ওয়েলফেয়ার অফিসার হিসেবেও বিমান এয়ারলাইনসে বিশেষভাবে পরিচিত।

নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে মোহাম্মদ মমিনুল ইসলামের যোগদানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর আশাবাদ ব্যক্ত করেছেন।তাদের দৃঢ় বিশ্বাস, দীর্ঘ অভিজ্ঞতা, প্রাজ্ঞ নেতৃত্ব এবং কর্মনিষ্ঠা দিয়ে তিনি প্রশাসন, মানবসম্পদ এবং সরবরাহ ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন।তার দক্ষতা, দূরদর্শিতা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গি বিমানের অগ্রযাত্রাকে করবে আরো বেগবান—নিয়ে যাবে নতুন উচ্চতায়, নতুন সম্ভাবনায়।
বিমান সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা—তাঁর হাত ধরে এ প্রতিষ্ঠান পাবে নেতৃত্বের নতুন দিগন্ত, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিমানের ভাবমূর্তিকে করবে আরও উজ্জ্বল ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।