বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদগঞ্জ প্রতিনিধি (চাঁদপুর) মো: জাকির হোসেন।।
গত ২১,শে জুলাই ২০২৫ইং সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট, শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে সরকার। সন্তানহারা পিতামাতা ও নিষ্পাপ শিশুদের করুন আর্তনাদে প্রকম্পিত দেশের মানুষ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারাদেশে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার আজ বাদ আছর চতুরা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চতুরা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল,
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম সম্পাদক এম এ টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেচুর রহমান ভুট্টু পাঠান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল খান, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন বাবুল, জাহাঙ্গীর আলম মাস্টার, গোলাফ শেখ, বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস গাজীসহ আরো অনেকে।