কাতার বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে আর আট মাসও বাকি নেই। এ বছরের নভেম্বরে শুরু হবে বৈশ্বিক আসর। ইতোমধ্যে চূড়ান্ত পর্বের টিকিট কেটে ফেলেছে স্বাগতিক কাতারসহ ১৯টি দল। ৩২টি দলের মহাযজ্ঞে নাম লেখাতে বাকি ১৩টি স্থানের জন্য লড়ছে আরও ৩৩টি দল। অঘটনের শিকার হয়ে বাদ পড়ে গেছে ইতালি।
বলা চলে অধীর আগ্রহে ফুটবল খেলা উপভোগ করতে মুখিয়ে আছে ফুটবল ভক্তরা। এর সাথে কাতার ঘুরে দেখার আশাবাদ ও ব্যাক্ত করেছে অনেকে। তবে এবার পুরো পরিবার নিয়ে কাতারে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন ফুটবল ভক্তরা।
এরই মধ্যে কাতারের ডেলিভারি এবং লিগাচি কমিটি জানিয়েছে, ফুটবল ভক্তরা তাদের বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে থাকতে পারবেন কাতারে।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিবার আত্মীয় স্বজন নিয়ে কাতারে থেকে ফুটবল খেলা উপভোগ করতে আপনার হোস্টকে হায়া পোর্টালের মাধ্যমে আপনার বাসস্থানের জন্য নিবন্ধন করতে হবে। একজন ব্যাক্তি সর্বোচ্চ ১০ জনকে হোস্ট করতে পারবেন। এ ব্যাপারে ভবিষ্যৎ এ আরও জানানো হবে।”
লিগাচি কমিটি, হায়া কার্ড প্রোগ্রামের পাশাপাশি বিশ্বকাপের জন্য আবাসন পোর্টাল চালু করার ঘোষণা দিয়েছে। এছাড়া আবাসন স্বংস্থাগুলোও হোটেল, এ্যাপার্টমেন্ট, ফ্যান ভিলা, ভিলা, কেবিন ইত্যাদির অফার প্রদান করা শুরু করেছে।
ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি (SC) এর সুপ্রিম কমিটি বলেছে, ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারের সময় কাতারে আসা ভক্তরা পরিবার এবং বন্ধুদের সাথে থাকতে পারবেন। এ সম্পর্কিত তথ্য qatar2022.qa ওয়েবসাইটে হায়া কার্ড পোর্টালের FAQ বিভাগে দেয়া হয়েছে।
এদিকে কাতার ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় ধাপের টিকিটের বুকিংও শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের বুকিং দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটবল বিশ্বকাপ ম্যাচ দেখার টিকিটও দেয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি চলবে ২৯ মার্চ পর্যন্ত।
দ্বিতীয় দফার বুকিংয়ে টিকিট কেনার জন্য প্রথমে ফিফার ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টিকিট। প্রথম তিন ক্যাটাগরির টিকিট সব শ্রেণির দর্শক কিনতে পারলেও চতুর্থ ক্যাটাগরির টিকিট সংরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র কাতারের স্থানীয় নাগরিক ও কাতারে বসবাসরত অধিবাসীদের জন্য।
কাতারের অধিবাসীদের জন্য টিকেটের সর্বনিম্ন মূল্য ৪০ কাতারি রিয়াল। উদ্বোধনী ম্যাচের সর্বনিম্ন ২০০ কাতারি রিয়াল সর্বোচ্চ ২ হাজার ২৫০ কাতারি রিয়ালে টিকিট বিক্রি করা হচ্ছে। সেমিফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৫০০ কাতারি রিয়াল সর্বোচ্চ ৩ হাজার ৪৮০ কাতারি রিয়াল। ফাইনাল ম্যাচের টিকেট সর্বনিম্ন ৭৫০ কাতারি রিয়াল সর্বোচ্চ ৫ হাজার ৮৫০ কাতারি রিয়াল।
এদিকে এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলকে রাঙ্গিয়ে দিতে নির্মিত সব স্টেডিয়ামকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর করে। স্টেডিয়ামগুলোর ডিজাইনে আনা হয়েছে নান্দনিক আধুনিকতার ছোঁয়া। ফুটবল বিশ্বকাপের জন্য তৈরী করা আটটি স্টেডিয়ামের মধ্যে সাতটি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে।