বিশ্বকাপের ইতিহাসের এবারের আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে ১৮ বার হলুদ কার্ড দেখানো হয়েছে ।কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো লাহোজের ম্যাচ পরিচালনার দায়িত্ব। কাতার থেকে স্পেনে ফিরে গেছেন তিনি। তাকে সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় ম্যাচের দায়িত্ব দেয়নি ফিফা।কোয়ার্টার ফাইনালের ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনার ফুটবলাররা।
ফিফা তদন্তে গুরুতর কিছু না পাওয়ায় মুক্তি দেওয়া হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলকে। কোয়ার্টার ফাইনালে ম্যাচের মধ্যে এবং পরে নেদারল্যান্ডসের ফুটবলারদের সাথে বাগবিতণ্ডায় জড়ান আর্জেন্টিনার ফুটবলাররা। ওই ম্যাচে রেফারির হলুদ কার্ডসহ ডাচ কোচের বিপক্ষে বিরূপ মন্তব্য করেছেন মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়েরা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।