ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে মাশরাফী বিন মোর্ত্তজাকে বাংলাদেশ দলের ‘মেন্টর’ হিসেবে দেখতে চান তামিম ইকবাল। সেই চাওয়ার কথা তিনি আজ গণভবনে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ মাশরাফিকে বলে দেন প্রস্তুত থাকতে।
এই তথ্য মাশরাফী পরে তার অফিসিয়াল টুইটার পেজে তুলে ধরেছেন।
তামিম জানিয়েছেন, গণভবনে আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রীকে নিজের চাওয়ার কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, ‘মাশরাফী ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’ প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফী যাবে।’ মাশরাফী ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।’
মাশরাফী শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের সফলতম ওয়ানডে অধিনায়কই নন, নড়াইল-২ আসনের সংসদ সদস্যও।
মাশরাফী অবশ্য বললেন, এখনও এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’ দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিদের্শ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তার পরও সময় হলে দেখা যাবে।’