বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়েছে দেশটির সরকার। আজ এক বিবৃতিতে সে কথা জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, “যেহেতু পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো অনুচিত, তাই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। পাকিস্তান বিশ্বাস করে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনও মতেই যেন আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতার উপরে না পড়ে।’
পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে একটি কমিটি ভারতে দল পাঠানো নিয়ে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।