বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। প্রধান আন্তর্জাতিক মুদ্রার ডলারের তেজ কমায় মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮১৮ ডলার ৪০ সেন্টে।
অন্যদিকে, ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৮২৭ ডলার ৭০ সেন্টে।
এসময়ে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের দাম সস্তা হয়েছে।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে লাগাম টানতে আবারও কঠোর মুদ্রানীতি গ্রহণের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি)।
ইডিঅ্যান্ডএফ ম্যান ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ের বলেন, এদিন স্বর্ণের ব্যবসা কম হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম চড়া থেকেছে। আপাতত বিনিয়োগকারীরা ফেড ও ইসিবির সিদ্ধান্তের দিকে নজর রাখছেন।
তিনি বলেন, ব্যক্তিগত ভোক্তা ব্যয় (পিসিই) খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি মূল্যস্ফীতি নিম্নমুখী হয়, তাহলে ডলারের মূল্যমান আরও কমবে। এতে স্বর্ণের দর আরও বাড়বে।
সাধারণত, সুদের হার বাড়লে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়ে। তাতে ডলারের দাম বেড়ে যায়। আর স্বর্ণের দাম কমে যায়।