Thursday , 25 April 2024
শিরোনাম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছে। কক্সবাজারের ইনানী বীচে সি পার্ল-এ ১৫ জুন-১৬ জুন দুইদিন ব্যাপী ” বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বাস্তবায়ন ও ইনোভেশন ল্যাভ” শীর্ষক অনুষ্ঠানের ১ম দিন এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

উল্লেখ্য দুইদিন ব্যাপী এই আয়োজনে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

Check Also

তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার সম্মুখীন দেশের এক কোটি ১৯ লাখ মানুষ

তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার সম্মুখীন হতে পারে দেশের এক কোটি ১৯ লাখ মানুষ (গবেষণার আওতায় আসা ব্যক্তিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x