Friday , 19 April 2024
শিরোনাম

বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় সাহসী ও সমন্বিত পদক্ষেপের আহ্বান জাতিসংঘ প্রধানের

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় সাহসী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিশেষ আয়োজন ‘টাইম টু অ্যাক্ট টুগেদার: কোঅর্ডিনেটিং পলিসি রেসপন্সেস টু দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস’ এ গুতেরেস সোমবার এ মন্তব্য করেন।
ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, আমরা চলতি বছর একাধিক দুর্ভিক্ষের সত্যিকারের ঝুঁকির মুখে রয়েছি। আগামী বছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
তবে এখনই যৌথভাবে সাহসী ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এ বিপর্যয় এড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
গুতেরেস বলেন, এর অর্থ অবিলম্বে ইউক্রেনের খাদ্য উৎপাদন এবং বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য ও সার সরবরাহ শুরু করতে হবে। এছাড়া বৈশ্বিক বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে।
তিনি উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক সংকট মোকাবেলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।বাসস

Check Also

ইসরাইলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এর পরই ইরানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x