বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন যৌথভাবে নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর। ১৭৩টি শহর নিয়ে জরিপের পর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বাত্সরিক প্রতিবেদনে এই তথ্য জানানো নয়।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক প্রথমবার এই তালিকার শীর্ষে এসেছে। গত বছর শীর্ষে অবস্থান করা ইসরায়েলের রাজধানী তেল আবিবের অবস্থান এবার তিন নম্বরে।
এরপর যথাক্রমে আছে হংকং, লস অ্যাঞ্জেলেস, জুরিখ, জেনেভা, সান ফ্রান্সিসকো, প্যারিস ও সিডনি।
মূলত বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে এবার তালিকায় বেশি পরিবর্তন এসেছে। ইআইইউর প্রতিবেদন মতে, এবার বিশ্বের বড় বড় শহরগুলোতে জীবনধারণের ব্যয় বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ। এই মূল্যস্ফীতির জন্য ইউক্রেন যুদ্ধকে দায়ী করা হচ্ছে।
সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি দেখেছে তুরস্কের ইস্তাম্বুল। শহরটিতে জিনিসের দাম বেড়েছে ৮৬ শতাংশ পর্যন্ত। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে ৬৪ শতাংশ ও ইরানের তেহরানে ৫৭ শতাংশ বেড়েছে মূল্য।
গত বছর যথাক্রমে ৩৭ ও ৭৩ তম অবস্থানে থাকা রাশিয়ার শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গের অবস্থান এবার ৮৮ ও ৭০। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এ অবস্থানে শহরগুলো। যুদ্ধকবলিত ইউক্রেনের রাজধানী কিয়েভকে এই তালিকায় রাখা হয়নি। সূত্র: বিবিসি