মোঃ আরিফুল ইসলাম (ভোলা)।। ০৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভোলা জেলার সামাজিক সংগঠন ব-দ্বীপ এর আয়োজনে হোটেল প্যাপিলনের হল রুমে শিক্ষক সম্মাননা ২০২৪ইং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত দশ জন শিক্ষক কে ব-দ্বীপ ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রধান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক জাহিদ জাহান স্যার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার শরীফুল হক স্যার।
সভাপতিত্ব করেন আজকের ভোলা পত্রিকার সম্পাদক শওকত হোসেন স্যার।
শিক্ষক সম্মাননা অনুষ্ঠান আয়োজন করার জন্য ব-দ্বীপ ফোরাম কে সম্মাননা স্মারক প্রধান করেন ভোলার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।
এ সময় ব-দ্বীপ ফোরামের প্রতিষ্ঠাতা মীর মোশাররফ অমির হাতে সম্মাননা স্মারক তুলে দেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ টিমের সদস্য বৃন্দ।
আরে উপস্থিত ছিলেন ব-দ্বীপ ফোরামের আহবায়ক মশিউর রহমান রূপক, সদস্য সচিব নাকিবুল চৌধুরী।
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর
প্রতিষ্ঠাতা পরিচালক আক্তার হোসেন এর নেতৃত্বে সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায়, সাধারণ সম্পাদক হাসনা হেনা,সহ সভাপতি নাজমুল সিয়াম, কোষাদ্যক্ষ বিবি মারজান,জেলা টিম লিডার আরিফুল ইসলাম, পর্যবেক্ষক-আনিকা তাহসিন,ফারিয়া আক্তার, রিয়াজ উদ্দিন, ও সদস্য রুমালি,লামিয়া,মিতু,হাবিবা,সুমাইয়া,অধোরা মণি,মুনসুর, রাফসান আহমেদ,সিয়াম,শান্ত সহ উপস্থিত রয়েছেন অন্যন্য সদস্য বৃন্দ।
তখন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের বিভিন্ন সামাজিক মূলক কাজ তুলে ধরেন সভাপতি মামুন এবং ব-দ্বীপ ফোরাম কে তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য বলেন।
ব-দ্বীপ ফোরামের আহবায়ক মশিউর রহমান রুপক যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের সব সময় পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।