বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ফারুক আহমেদই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সাবেক জাতীয় ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক যিনি বিসিবি সভাপতি হয়েছেন। এক কথায় বাংলাদেশের সাবেক জাতীয় অধিনায়কদের মধ্যে ফারুক আহমেদই প্রথম দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন।
জনাব ফারুক আহমেদ ক্ষমতা গ্রহণের পর পরই তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততা দিয়ে এবারের বিপিএল এর চেহারাটাই বদলে দিয়েছেন। সাথে বদলে দিয়েছেন ছেলে ও মেয়ে জাতীয় ক্রিকেট দলের মানসিকতা। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় সব স্তরের ক্রিকেটে যোগ্য খেলোয়াড় আছে এবং তারা পারফর্মেন্স অনুযায়ী জায়গা পাচ্ছে l যার অভাব বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে দেখেছে এবং ধারাবাহিক ভাবে বলে গিয়েছে। ফারুক আহমেদ এ যেন বাংলাদেশের জন্য পাকিস্তানের আর এক রমিজ রাজা।
তিনি সাফল্যের সাথে উন্নত পিচ, প্রতিযোগিতা মূলক খেলা ও ক্রিকেট খেলার “প্রাণ” দর্শকদের আবার মাঠে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন।
এতকাল জানা ছিল, রাষ্ট্রের বা সরকারের এবং বিশেষ করে সরকারী দলের কোন মন্ত্রী, ডাকসাঁইটে সংসদ সদস্যকেই করা হয়েছে বিসিবি প্রধান। এবারের অন্তর্বতীকালীন সরকার সেই ধারা ভেঙ্গে জাতীয় দলের এক সাবেক অধিনায়কের কাঁধে দিলেন দেশের ক্রিকেটের অভিভাবকের গুরু দায়িত্ব।
সেই ১৯৭৩ সালে সাবেক মন্ত্রী প্রফেসর ইউসুফ আলীকে দিয়ে শুরু। তারপর পর্যায়ক্রমে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন বিভিন্ন সময়ে সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যরা। এরশাদ সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী ড. আনিসুল ইসলাম মাহমুদ, ১৯৯১ সালে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, ২০০১ সালে বিএনপি সাংসদ আলী আসগর লবি, ২০০৮ সালে আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং সর্বশেষ আওয়ামী লীগ সাংসদ (পরে ক্রীড়া মন্ত্রী) নাজমুল হাসান পাপন ছিলেন বিসিবি প্রধান।
এর মাঝখানে ওয়ান ইলেভেনের সময় বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছিলেন সাবেক সেনা কর্তা লে. জেনারেল সিনা ইবনে জামালী; কিন্তু এবার সেই মন্ত্রী ও সাংসদের ধারার ব্যত্যয় ঘটিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা বেছে নিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক চিফ সিলেক্টর ফারুক আহমেদকে।
ইতিমধ্যে মানুষকে আশার আলো দেখাতে শুরু করেছে বিসিবি বস ফারুক আহমেদ। জাতীয় দলের প্রথম সাবেক অধিনায়ক থেকে প্রথম বিসিবি প্রধান হয়েছেন ফারুক আহমেদ।