র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং হত্যাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন বাদামতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে কামরাঙ্গীরচর থানাধীন বুড়িগঙ্গা নদীতে রহস্যজনক ইসমাইল হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ হৃদয় (২০), পিতা- মোঃ আব্দুল কুদ্দুছ, সাং- কচুয়া, থানা- নাছিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এ/পি- মুসলিমবাগ ৪নং গলি (কোরবান হাজির বাড়ি), থানা- কামরাঙ্গীরচর, ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।