সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশী মূল্যে পিয়াজ ও আলু বিক্রির দায়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট কে এম ইশমাম অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর হাটের খুচরা ব্যবসায়ী শাখওয়াত হোসেন ও সুলতান ব্যাপারীকে ২ হাজার টাকা করে এবং পাইকারী ব্যবসায়ী ফারুক খানকে ৩ হাজার টাকা জরিমানা করেন। তাদের বিরুদ্ধে ভেক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হেমায়েত মুন্সী উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু উজিরপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মো: ইউসুফ হোসেন। নির্বাহী ম্যজিস্ট্রেট কে এম ইশমাম জানান সরকারী নির্ধরিত দামের চেয়ে বেশী মূল্যে পণ্য বিক্রি করা হলে জেলসহ অর্থদণ্ডের বিধান প্রয়োগ করা হবে। মানুষের কষ্টের কথা বিবেচনা করে ব্যাবসায়ীদের সল্প ব্যাবসা করে পণ্য বিক্রয়ের জন্য আহ্বান জানান।