বেহাল অবস্থায় শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়ক, ভোগান্তিতে জনগণ
শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে ভোগান্তিতে এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও হাজারো স্থানীয় বাসিন্দা। ভাঙ্গা সড়কটিতে সৃষ্টি হওয়া অসংখ্য ছোট ছোট খাদে প্রায়শই ছোট-খাটো দুর্ঘটনার কবলে পড়ছে পথচারী ও যানবাহন। এই জনদুর্ভোগ লাঘবে সড়কটি মেরামতের তেমন কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না।
সরজমিনে জানা যায়, সড়কটি শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ এলাকা থেকে বড় বড় গর্তের শুরু হয়েছে। এসব গর্তে অনেকেই পড়ে আহত হয়েছেন। এ সড়কটির শ্যামগ্রাম, বগাহানী, শ্রীঘর, কুলাসিন গ্রামসহ বিভিন্ন জায়গায় একইরকম বেহাল অবস্থার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ব্যস্ততম সড়কটির ভাঙা জায়গায় একপাশ থেকে গাড়ি আসলে অন্যপাশের গাড়িকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ফলে সৃষ্ট যানজটে কারণে কর্মজীবী লোকজন ও শিক্ষার্থীরা সময় মতো অফিসে ও স্কুল-কলেজে পৌঁছাতে পারেন না।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, রাস্তার এই বেহাল অবস্থার কারণে আশংকাজনক রোগী, বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন মানুষ কী পরিমাণ কষ্ট করে তা বলার অপেক্ষা রাখে না। জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনকে দুর্ভোগ লাঘবে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী একজন পথচারী বলেন, শ্যামগ্রাম-শ্রীঘর এলাকার বড় গর্তের মধ্যে মাঝেমধ্যেই ট্রাক, কাভার্ডভ্যানসহ বড় গাড়িগুলো আটকে যাচ্ছে। যে কারণে এই সড়কটিতে সবসময় যানজট লেগেই থাকে। আমরাও অনেক কষ্ট করে যাতায়াত করে কর্মক্ষেত্রে পৌঁছাতে হয়।
তবে, এ ব্যাপারে নবীনগর উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে সড়কটি মেরামতের জন্য একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলেই খুব দ্রুত সড়কটি মেরামতের জন্য টেন্ডার আহ্বান করা হবে।