Thursday , 25 April 2024
শিরোনাম

বেড়ায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় কৈটলা ইউনিয়নের যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ এপ্রিল ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা:সবুর আলীর নির্দেশে বালু দস্যু ড্রেজার মালিক নাসির উদ্দীন সহ চারজনকে এই অর্থদণ্ড দেন সহকারী কমিশনার(ভুমি) রিজু তামান্না ।সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা বেড়ার কৈটলা ইউনিয়নধীন যমুনা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন।বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ী নাসিরের মোট এক লাখ টাকা জরিমানা করা হয় ও দুইটি ডেজ্রার নস্ট করা হয়।নদী রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন যে করবে তাকে ছাড় দেওয়া হবে না।

Check Also

দুই ভাইয়ের হত্যাকান্ড মধ্যযোগীয় বর্রবরতাকেও হার মানিয়েছে- প্রাণীসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x