কাজী মোঃ আশিকুর রহমান, নিজস্ব প্রতিনিধি।।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে মো. ইব্রাহিম ওরফে সুজন ইব্রাহিম সিআইপি সনদ পেয়েছেন।
ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে সফল ব্যবসায়ী হিসাবে তাঁকে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে ২০২৫ সালের জন্য সিআইপি নির্বাচিত করা হয়েছে।
সুজন ইব্রাহিম করিমগঞ্জ পৌর এলাকার বাহাদুরপুর মহল্লার মো. ফজলুর রহমানের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব ও দুবাইয়ে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। টাইম কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের তিনি চেয়ারম্যান।
গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে ইতোমধ্যে তিনি দানবীর হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
সুফিবাদী মুসলিম হিসেবে তিনি ওলি, আউলিয়া, পীর, ফকিরদের ভক্তি শ্রদ্ধা করেন। পাটধা সিদ্দিকীয়া দরবার শরীফের তিনি একজন ভক্ত। করিমগঞ্জ উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের একজন পৃষ্ঠপোষক হিসেবে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জসনে জুলুসে অসামান্য অবদান রাখেন। তার সাফল্যে উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মো. মোবারক হোসেন অভিনন্দন জানিয়েছেন।
গত বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকার কর্তৃক নির্বাচিত সিআইপিদের সিআইপি সনদ তুলে দেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করে উল্লেখ করা হয়, “আমরা আপনাকে জানাতে অত্যন্ত আনন্দিত যে, আপনি 2025 এর জন্য CIP (NRB) হিসাবে নির্বাচিত হয়েছেন। এটি আপনার মাতৃভূমির অর্থনীতিতে অবদানের স্বীকৃতি। মাতৃভূমির অর্থনীতিতে আপনার অবদানের জন্য আমরা গর্বিত।”