বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত
শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর প্রতিনিধি।।
” বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা যুব জামায়েতের উদ্যোগে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামীর শরীয়তপুর জেলার আমীর অধ্যক্ষ আব্দুর রব হাসেমী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মির্জা গালিব,
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ও শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য কে.এম. মুকবুল হোসাইন,সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা: মো: সিদ্দিকুর রহমান,সিটি ইউনিভার্সিটির ডীন ব্যবসায় ও অর্থনীতি অনুষদ ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ জুলফিকার হাসান,শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াস কাজী,জামায়াত ইসলামী নেতা ডাঃ মোঃ লুৎফর রহমান সহ প্রমূখ।