Wednesday , 24 April 2024
শিরোনাম

বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সোনাবাজারে আদালতের ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর পূর্বক ঘর উত্তোলনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জেবল হক।
একই এলাকার তাদের প্রতিপক্ষ আল আমিন মৃর্ধা ও জলিল এর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন,জে এল নং ৫০,মৌজা দেউলা শিবপুর এর মধ্যে এস.এ ৫৩৮ নং খতিয়ানের, ১৭৩০/ ১৭২৮ নং দাগের মধ্যে আমার প্রায় ১ শতাংশ জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করছে আমার প্রতিপক্ষ আল আমিন মৃর্ধা ও জলিল গংরা।
যাহার ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মামলার এমপি নং ৫৪৪/২২(বোর) এর ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা রয়েছে।
বোরহানউদ্দিন থানার এএসআই মাহাফুজ আলম উক্ত নিষেধাজ্ঞার নোটিশ ইস্যু করেন।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইনের তোয়াক্কা না করে কিছু সন্ত্রাসী ভাড়া করে এনে আমার জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করছে তারা। বোরহানউদ্দিন থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ যায়। তার পরেও কাজ চলমান রেখেছে তারা।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত আল আমিন,বিষয়টি এড়িয়ে যান।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান,অভিযোগ পেয়ে উভয় পক্ষের কাগজপত্র দেখেছি। তবে জেলা পরিষদের জমি সেটা জেলা পরিষদ দেখবে।
বোরহানউদ্দিন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলন করার অভিযোগ পেয়েছি। সেখানে তদন্ত করার জন্য সার্ভেয়ারকে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্যঃ একই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আকবর ভিটা নামক স্থানে কয়েক মাস আগে মহিন নামক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

Check Also

তাপপ্রবাহে বাংলাদেশের শিশুরা রয়েছে ‘অতি উচ্চঝুঁকিতে’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জানিয়েছেন, তাপপ্রবাহের কারনে বাংলাদেশের শিশুরা স্বাস্থ্যগত উচ্চঝুঁকিতে রয়েছে। বুধবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x