ব্রাজিলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়াও আরো ৫জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা শুক্রবার সন্ধ্যায় জীবিতদের জন্য ব্যাপকভাবে অনুসন্ধান চালায়। নিহতের মধ্যে ৪ বছর এবং ৫ বছর বয়সী দুটি ছোট শিশুও রয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, শুক্রবার রাতে ৯টা ৩০ মিনিটের দিকে ধসে পড়া ভবন থেকে আরো চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যের ব্রাজিলের রেসিফ শহরে ভবনটি অবস্তিত।
একটি ড্রোন ফুটেজে দেখা গেছে, চার তলা অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কী কারণে ধসের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটে যখন অনেক বাসিন্দা ঘুমাচ্ছিলেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে সেখানে। পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা দিনের শুরুতে সতর্ক করে বলেছেন, বৃষ্টির প্রত্যাশিত, তাই বাসিন্দাদের জন্য নিরাপদ কাঠামো বানাতে হবে।