মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন এর রিপোর্টে বিস্তারিত:- ইটালির উত্তরাঞ্চলীয় সমৃদ্ধ নগরী পাডোভাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পাদোভা” ইতালি’র সন্মানিত সভাপতি জনাব মামুন মিয়া সরকার, সহ সভাপতি শাফায়েত সরকার, সাধারণ সম্পাদক পলাশ সহ পাদোভায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনাব গোলাপ ভুইয়া, শফিকুল ইসলাম, মাসুম, মাসুদ, সজীব, কবি মনির উদ্দিন, আতাউর রহমান ও মামুনসহ সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসীর একান্ত প্রচেষ্টায় ২৪ আগস্ট অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ ২০২৪ ।
পাদোভা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সুবিশাল ও বিখ্যাত গারদা লেকের রিভা দেল গারদা পয়েন্টে এই আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল। দুটি সুপরিসর বাসে পাদোভা শহর থেকে সকাল ৮ টায় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। উক্ত আনন্দ ভ্রমণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রা’ শহরের কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক কবি মনির উদ্দিন ও ভেনিস থেকে উপস্থিত ছিলেন অল-ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েবাপিসি’র সাবেক সহ-সভাপতি, বাংলা ৫২ নিউজ টিভি’র ইউরোপ ব্যুরো চীফ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ইতালি প্রতিনিধি মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল। সভাপতির বক্তব্য শেষে আনন্দ উল্লাসে মেতেছিলেন সকলেই। দুপুর ১টায় লেকের সৈকতে পৌঁছে দুপুরের খাবার শেষ করে সবাই বিভিন্নভাবে গ্রীম্মকালীন এই আনন্দ ভ্রমণ উপভোগ করেন।
আনন্দ ভ্রমণের অংশগ্রহণকারী সকলেই স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। তারা বলেন, প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝে মনকে কিছুটা সতেজ রাখতে এ ধরনের আয়োজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পাদোভা, ইতালি’র সন্মানিত সভাপতি জনাব মামুন আনন্দ ভ্রমণ ২০২৪ সকলকে ধন্যবাদ জানান।