পদ্মা নদীতে পানি বাড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ১ নাম্বার ফেরিঘাট এলাকা ভাঙনের কবলে পড়েছে।
এছাড়া নদীতে স্রোত থাকায় ফেরি চলাচল সাময়িক ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের কর্মকর্তারা।
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়ার জিরো পয়েন্টে দূরপাল্লার পরিবহণ, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকা পড়েছে।
শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, দৌলতদিয়ার ১ নাম্বার ফেরিঘাটের মজিদ শেখেরপাড়া এলাকায় পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে।
ওই এলাকার বাসিন্দা নুরজাহান বেগম বলেন, ভাঙন শুরু হওয়ায় বাড়ি-ঘর নিয়ে খুবই চিন্তায় আছি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, পদ্মায় হঠাৎ পানি বাড়ায় দৌলতদিয়া ১ নাম্বার ফেরিঘাট এলাকার মজিদ শেখেরপাড়ায় রাত থেকে ভাঙন শুরু হয়েছে। এছাড়া নদীতে স্রোত থাকায় ছোট নৌকা চলাচল না করতে নির্দেশনা দিয়েছি।
পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ ঘাট শাখার দায়িত্বরত কর্মকর্তা সালমা খাতুন বলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পানি বাড়ায় ভাঙন শুরু হয়েছে। যুগান্তর