থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) রিকার্ভ মিশ্র দ্বৈতে আজ শনিবার ফাইনালে ভারতের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে জিতেছে সোনা জয় করল বাংলাদেশ। এই ইভেন্টে মালয়েশিয়া জিতেছে ব্রোঞ্জ পদক।
এই ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে হারায়। সেমিফাইনালে কাজাখস্তানের জুটিকে এক প্রকার উড়িয়ে দেন এই দুই বাংলাদেশি আর্চার।
জিতেন ৬-০ সেট পয়েন্টে।
নাসরিনের আরও একটি সোনা জয়ের সুযোগর রয়েছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকী। তাই এই ইভেন্টে বাংলাদেশের সোনা ও রুপা নিশ্চিত হয়ে আছে।