ভারতকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলংকা। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতে ৩২ রানে হারায় স্বাগতিক শ্রীলংকা। এর আগের সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়।
টার্গেট তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ২০৮ রানে অলআউট হয় ভারত। ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান ওপেনার রোহিত শর্মা। ১৩.৩ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৯৭ রান। অধিনায়ক রোহিত ৪৪ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৪ রান করে ফেরেন।
২৩.১ ওভারে ১৪৭ রানে প্রথম সারির ৭ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার চেষ্টা করেন অক্ষর প্যাটেল। তিনি ৪৪ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৪ রান করে ফেরেন।
এরপর লেজের ব্যাটসম্যানরা দলের হাল ধরতে পারেননি। যে কারণে ৪২.২ ওভারে ২০৮ রানেই অলআউট হয় ভারত।