ভারতের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। এখন লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্যে মিরপুরে নেমে ভারতকে বেধে রেখেছে ১০২ রানের মধ্যে আটকে দেয় নিগার সুলতানার দল। শামিমা সুলতানার ৪৬ বলে ৪২ রানের ওপর ভর করে সেই লক্ষ্য ছুয়েছে বাংলাদেশ। পেয়েছে ৪ উইকেটের জয়। টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ বছর পর ভারতকে হারাতে পারলো টাইগ্রেসরা।
আগের ম্যাচে তীরে গিয়ে তরি ডোবার হতাশা কুঁড়ে খেয়েছিল বাংলাদেশকে। তখন সিরিজ জয়ের আশাও থাকত ভালো ভাবে। তবে যা হয়েছে তা পুরোনো, নতুন দিনে নতুন উদ্যোমে নেমে ভারতকে আবারও একই চোখরাঙ্গানি দিয়ে গেছে বাংলাদেশ নারীরা। শুরুতে সফরকারী ব্যাটারদের আয়ত্বের মাঝেই আটকে দেয়া। এরপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসা।
টপঅর্ডারে দুই ব্যাটারের ১৬ রান করতেই বিদায়ে ভয় লেগেছিল। কিন্তু শামীমা সুলতানা ও নিগার সুলতানার জুটি বাংলাদেশকে সাহস যোগায়। দুজনে ৪৬ রানের জুটি গড়েন। নিগার ১৪ রানে ফিরলে শঙ্কা জাগে আবারও। তবে শামীমা একপ্রান্ত আগলে আর সুলতানা (১২) ও নাহিদা (১০) অপরপ্রান্তে ছোট ক্যামিও খেলে দলকে জিতিয়ে দেন। শামীমা ৪৬ বলে ৩ চারে ৪২ রানের ইনিংস খেলেন।
মিরপুরে টানা দ্বিতীয় ম্যাচে ভারত ব্যাটারদের হাত খুলে খেলতে দেয়নি বাংলাদেশ নারীরা। শুরু থেকেই নিয়মিত উইকেট নিয়ে রান চেকে রেখেছিল। এক সময় মনে হয়েছে আগের ম্যাচের মতো এবারও একশ রান হবে না ভারতের। সেই বাধাটা টপকে যায় তারা। হারমানপ্রিত কৌরের ৪১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ ভারতকে একশ পার করতে সাহায্য করে। এছাড়া জেমিমাহ রদ্রিগেজ ২৬ বলে ৪ চারে করেন ২৮।
দুজনের ব্যাটে দলের ইনিংসে সবচেয়ে বড় ৪৫ রানের জুটি আসে। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন শুরুর দিকের ব্যাটারদের আটকে দেন। দুই ওপেনারকে তুলে নেন অফস্পিনার সুলতানা খাতুন। ৪ ওভারে ১৭ রানে নেন ২ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খাতুন ভারতের লেজের ব্যাটারদের আটকেছেন। ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।