লখনৌতে নবাবি হাল বজায় রেখেই ইংলিশদের কাঁদিয়ে ছাড়ল ভারত। রোহিতরা করলেন জয়ের ডাবল হ্যাটট্রিক। গেলবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে ২৩০ রানের লক্ষ্য হয়ে গেল এভারেস্ট সমান। তারা অলআউট মাত্র ১২৯ রানে। হারের ব্যবধানটাও বিশাল, ১০০ রানের।
ভারতের ৯ উইকেটে ২২৯ রানের জবাবে ভাল শুরু করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে যখন ৩০ রান দৃশ্যপটে হাজির হন বুমরা ও শামি। দুজনের জোড়া আঘাতে চ‚র্ণ হয় ইংলিশ টপ অর্ডার। আর ঘুরে দাঁড়ানো হয়নি ইংলিশদের। শামি ৩টি, বুমরাহ ও কুলদীপ ২টি করে উইকেট নেন।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে ৪০ রান তুলতেই ভারতের তিন ব্যাটারকে ফেরায় ইংল্যান্ড। ৯১ রানের জুটি গড়ে চাপ সামলান রোহিত-রাহুল। ৫৮ বলে ৩৯ রান করে ফেরেন রাহুল। এরপর আর বড় জুটি গড়তে পারেনি ভারত। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে ফেরা রোহিত করেন ১০ চার ও ৩ ছয়ে ১০১ বলে ৮৭ রান। ৪৯ রান করেন সূর্যকুমার। ইংল্যান্ডের ডেভিড উইলি ৩টি, ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি এবং মার্ক উড ১টি করে উইকেট শিকার করেন।