কয়েক মাসব্যাপী তীব্র গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করে প্রথমে মালদ্বীপ এবং পরে সেখান থেকে তিনি যান সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকেই তিনি ই-মেইল করে স্পিকার বরাবর তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।
এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
বিক্রমাসিংহের অফিস সুত্র জানিয়েছে, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়সুরিয়া তাকে শপথ বাক্য পাঠ করান।