মানিকগঞ্জ প্রতিনিধি:
‘বিশ্ব ভালোবাসা দিবস’উপলক্ষ্যে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন।
শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।
ভালোবাসা দিবসে দুস্থদের মাঝে খাবার বিতরণের বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, বিশ্ব ভালবাসা দিবসে মানুষের মাঝে ভালবাসা ছড়িয়ে দিতে এই সামান্য আয়োজন। তিনি আরো বলেন, আজকের এই নূতন বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের সৈনিকেরা স্বাধীনতার মহান ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সর্বদা উজ্জীবিত রাখতে এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সুস্থতা করে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
এসময় তিনি উল্লেখ করেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা আপা’র নির্দেশে আমরা যুবদলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। তাই এই ভালবাসা দিবসটিতে অসহায় মানুষের মাঝে একটু খাবার তুলে দিয়ে ভালবাসা ভাগাভাগি করে নিয়েছি।
খাবার বিতরণের সময় যুবদলের নেতাকর্মীরা জানান, আজকের এই ভালোবাসা দিবসে তুহিন ভাই একটি ব্যতিক্রমধর্মী অসাধারণ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুন্দর একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন ভালবাসা দিবসে কি করে সাধারণ অসহায় মানুষের সাথে অতি আনন্দ নিয়ে উদ্যাপন করা যায়। আমরা চাই এই শহরে একটা অসহায় মানুষও যেন না খেয়ে না থাকে, সেজন্য আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।