ভিপি নুরের উপর হামলা ও আওয়ামী নেতার জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে ‘মানববন্ধন ও বিক্ষোভ মিছিল’ করেছে বিপ্লবী ছাত্র জনতা।
শনিবার সকালে ৩০আগস্ট বিকেল ৩টায় বান্দরবা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ছাত্র জনতা।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যৌথবাহিনী এবং নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই,আইনশৃঙ্খলা বাহিনীর এমন ন্যাক্কারজনক আচরণ আগামী দিনের জন্য অশনিসংকেত।
শহিদের রক্তের উপর দাড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার বেইমানী করেছে। বক্তারা হামলাকারী এবং হামলার মদদদাতাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এসময় জুলাই আন্দোলনের হামলার নেতৃত্বদানকারী ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও অন্যায়ভাবে জামিন দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।এসময় তারা জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানান।
এসময় বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি মিছবাহ উদ্দীন,ছাত্র প্রতিনিধি হাবিব আল মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক, মুফতী আবুল হাসান, এনসিপির সংগঠক তহীদুল ইসলাম মাসুম, ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম জিহাদী এবং ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সহ প্রমুখ বক্তব্য রাখেন।