ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামীলীগ শেখহাসিনা দেশ থেকে পালিয়ে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেওয়ার সম্পর্কে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় পরিসংখ্যানবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকীতে কুমারখালীতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু সাউথইস্ট ইউনিভার্সিটিতে টেক্সটাইল গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার উন্নয়ন সেমিনার বনপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বাংলা মদ সহ আটক ১ ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয় ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ রিয়াদে দুতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন নাটোরের বনপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার ও গ্রেফতার ১ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা রাস্তা নির্মাণের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল জুলাইয়ে মব তৈরি করে হত্যা ১৬, অজ্ঞাতনামা ৫১ লাশ উদ্ধার

ভুয়া সমম্বয়ক দেশে আরেকটি নতুন সংকট: দুদক চেয়ারম্যান

সাংবাদিক

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে ১৬ ডিসেম্বরের পর হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব হয়। আমরা সেটাকে বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আরেকটি সংকট সামাল দিতে হচ্ছে। সর্বত্র এখন ভুয়া সমন্বয়ক। আমার অফিসেও ভুয়া সমন্বয়ক পেয়েছি। সমন্বয়ক ভুয়া হন, আর প্রকৃত সমন্বয়ক হন– কাউকে অবৈধ সুযোগ দেওয়ার কারণ নেই।

বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ে সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, এখনই প্রতিরোধ করা শুরু করেন। তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন। এখন আমাদের জন্য একটি বড় সুযোগ হচ্ছে– একটি অন্তর্বর্তী সরকার আছে। এর কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে, আমাদের কাজের পরিবেশটা অনেক ভালো হয়।

আবদুল মোমেন বলেন, আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে নির্বাচনের। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কথা দিয়েছেন, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চান। তিনি নিজে রিটার্নিং অফিসার হবেন না, আবার মাঠে নেমে তদারকিও করবেন না। এ কাজগুলো আমাদের সবার করতে হবে। কাজেই আমাদের একটু সক্রিয় হতে হবে।

তিনি বলেন, আগের দুর্নীতি নিয়ে একটু কম সময় নেওয়া উচিত। দুর্ভাগ্যবশত আগে কি দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। আমাদেরও চিন্তাভাবনায় একটি বড় ধরনের ভুল আছে। এ ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। ‎এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সভায় বিভাগের মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। এর আগে চেয়ারম্যান বরিশালে দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
৫১১ Time View

ভুয়া সমম্বয়ক দেশে আরেকটি নতুন সংকট: দুদক চেয়ারম্যান

আপডেটের সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে ১৬ ডিসেম্বরের পর হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব হয়। আমরা সেটাকে বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আরেকটি সংকট সামাল দিতে হচ্ছে। সর্বত্র এখন ভুয়া সমন্বয়ক। আমার অফিসেও ভুয়া সমন্বয়ক পেয়েছি। সমন্বয়ক ভুয়া হন, আর প্রকৃত সমন্বয়ক হন– কাউকে অবৈধ সুযোগ দেওয়ার কারণ নেই।

বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ে সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, এখনই প্রতিরোধ করা শুরু করেন। তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন। এখন আমাদের জন্য একটি বড় সুযোগ হচ্ছে– একটি অন্তর্বর্তী সরকার আছে। এর কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে, আমাদের কাজের পরিবেশটা অনেক ভালো হয়।

আবদুল মোমেন বলেন, আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে নির্বাচনের। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কথা দিয়েছেন, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চান। তিনি নিজে রিটার্নিং অফিসার হবেন না, আবার মাঠে নেমে তদারকিও করবেন না। এ কাজগুলো আমাদের সবার করতে হবে। কাজেই আমাদের একটু সক্রিয় হতে হবে।

তিনি বলেন, আগের দুর্নীতি নিয়ে একটু কম সময় নেওয়া উচিত। দুর্ভাগ্যবশত আগে কি দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। আমাদেরও চিন্তাভাবনায় একটি বড় ধরনের ভুল আছে। এ ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। ‎এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সভায় বিভাগের মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। এর আগে চেয়ারম্যান বরিশালে দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।