শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের অর্থনীতি বিভাগ কর্তৃক সেমিনারে ড. মোহাম্মাদ সাদাত হোসেন সিদ্দিকী বলেন ভোক্তাদের সংযত আচরণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে|
৯ নভেম্বর, ২০২৩ বৃহস্পতিবার ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ কর্তৃক বাজেট বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে ।Understanding budget and its implications শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সাদাত হোসেন সিদ্দিকী, তিনি আরো বলেন, এ ধরেণের সেমিনার তরুণ ছাত্রছাত্রীদের আগামীর অর্থ নীতিবিদ সৃষ্টিতে ভূমিকা রাখবে| চলতি বাজেটের নানাদিক তুলে ধরাসহ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা উপহার দেন এই অর্থনীতিবিদ। এছাড়াও এই কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক জনাব আসমা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আজিমা বেগম। সম্মানিত শিক্ষক প্রতিনিধি, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সৈয়দ খালিদ মাহমুদ এবং রসায়ন বিভাগের সহোযোগী অধ্যাপক জনাব আবুল কায়েস মিঞা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও এই সময় উপস্থিত ছিলেন। অধ্যক্ষ প্রফেসর জনাব আবদুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের ও বিভিন্ন বিভাগের মান উন্নয়নে এই ধরনের সেমিনার ভবিষ্যতেও আয়োজন করবো। উপাধ্যক্ষ অধ্যাপক জনাব আসমা পারভীন এই সফল আয়োজনের জন্য সেমিনারের বক্তা, আলোচক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।