Friday , 29 March 2024
শিরোনাম

ভোটাভুটি শেষ, ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক বা লিস ট্রাস

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শেষ দুই স্থানে জায়গা করে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস।

এ মাসের শুরুতে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন বরিস জনসন।

এরপর শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা খোঁজার কাজ। ক্ষমতাসীন এ দলটির নতুন প্রধান নেতাই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

বরিস নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর মোট আটজন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব পাওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় ভোটে অংশ নেন।

কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যরা এই আটজনকে বিভিন্ন ধাপে ভোট দেন। এদের মধ্যে ছয়জন বিভিন্ন ধাপ থেকে ছিটকে যান।

শেষ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে টিকে গেলেন লিস ট্রাস এবং ঋষি সুনাক। তাদের দুইজনের মধ্যে একজনই হবেন প্রধানমন্ত্রী।

আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা পোস্ট অফিসের মাধ্যমে তাদের ভোট দেবেন। ধারণা করা হয় কনজারভেটিভ পার্টির প্রায় ১ লাখ ৬০ হাজার সাধারণ সদস্য রয়েছে।

৫ সেপ্টেম্বর ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে বুধবার ঋষি সুনাক, লিস ট্রাস এবং পেনি মরডান্ট এ তিনজন টিকে ছিলেন। এদিন তাদের তিনজনের ওপর ভোট হয়। এতে ঋষি সুনাক ১৩৭ ভোট পান। লিস ট্রাস পান ১১৪ ভোট। অন্যদিকে পেনি মরডান্ট পান ১০৫ ভোট। ফলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াই থেকে ছিটকে যান পেনি।

এদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা ঋষি সুনাককে খুব বেশি একটা পছন্দ করেন না। তাদের কাছে প্রিয় ব্যক্তি লিস ট্রাস।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x