ভোলা সদর উপজেলার পঃ ইলিশায় যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন: মানবসেবায় নতুন দিগন্তের সূচনা
“মানবসেবা, ঐক্য ও উন্নয়নের পথে এক নতুন সূচনা”— এই প্রতিশ্রুতি নিয়েই আজ মঙ্গলবার ভোলা সদর উপজেলার পঃ ইলিশায় অনুষ্ঠিত হলো যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- “যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নতুন কার্যালয় এই সংগঠনের কার্যক্রমে আরও গতি এনে দেবে।”
অনুষ্ঠানটি প্রতিষ্ঠাতা পরিচালক আক্তার হোসেন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হোসেন ফরাজি এর দিক নির্দেশনায় এবং কো-অপারেটিভ মেম্বার জিহাদ এর পরিচালনায় সম্পন্ন হয়। সার্বিক পর্যবেক্ষণ করেন জেলা পর্যবেক্ষক আরিফুল ইসলাম।
উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সভাপতি তাজউদ্দীন নাঈম, শামসুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মুনতাহা ইসলাম হাসনা; জেলা সভাপতি মেহেদী হাসান নোয়াব, সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ; সদর উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ ফারিয়া আক্তার, মিথিলা, সুমাইয়া, হাসনুর, নুপুর; তানজিল নাজিউর রহমান কলেজ সভাপতি ইমাম হোসেন জিহাদ, সাধারণ সম্পাদক আকবর, সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন সহ অসংখ্য সদস্য ও শুভানুধ্যায়ী।
বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি তাজউদ্দীন নাঈম বলেন—
> “এ সংগঠনের প্রতিটি সদস্যই সমাজ পরিবর্তনের যোদ্ধা। আমরা একসাথে স্বপ্ন দেখি, একসাথে এগিয়ে যাই।”
জেলা সভাপতি মেহেদী হাসান নোয়াব আবেগঘন কণ্ঠে বলেন- “আমাদের প্রতিটি কাজের মূলে আছে মানুষের কল্যাণ। এই পথচলা যতই কঠিন হোক, আমরা থামবো না।”
উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন উল্লেখ করেন
> “এই অফিস হবে সেবার ঘাঁটি, ঐক্যের কেন্দ্র। এখান থেকেই ছড়িয়ে পড়বে মানবতার আলো।”
কেন্দ্রীয় সদস্য মুনতাহা ইসলা হাসনা বলেন—
> “আমরা কেবল একটি সংগঠন নই, আমরা একটি পরিবার—যার প্রতিটি স্পন্দন মানুষের জন্য।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয় এবং সমাপ্তি ঘটে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন তাদের মানবসেবা, শিক্ষা, পরিবেশ সচেতনতা ও যুব উন্নয়ন কার্যক্রমকে নতুন মাত্রা দেবে, এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ তৈরি করবে।