মতলব উত্তরে পুলিশের সফল অভিযান – সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ চেক বই ও ডেবিট/ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে, যা দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক লেনদেন পরিচালনা করা হচ্ছিল।
নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন পূর্ব ফতেপুর গ্রামের জাহিরুল ইসলাম (২২) এর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে হেদায়েত উল্লাহ ওরফে মনির নামের এক ব্যক্তি ফার্নিচার ব্যবসার লোভ দেখিয়ে নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতারণামূলকভাবে মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করে।
চাঁদপুরের পুলিশ সুপার জনাব রবিউল হাসান–এর সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ কামরুল হাসান–এর তত্ত্বাবধানে এসআই মোঃ রেজাউল করিম–এর নেতৃত্বে গত ১১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রথমে মতলব উত্তর থানা এলাকা থেকে নজরুল ইসলাম ওরফে নজু (৫৭) এবং মোঃ আল আমিন ওরফে রিফাত (৩০)–কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪)–কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। বিশেষ করে সহজ-সরল গ্রাম্য নারীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তাদের নামে ব্যাংক একাউন্ট খুলে চেক বই ও ডেবিট/ভিসা কার্ড নিজেদের হেফাজতে রেখে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করত।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকের মোট ৬টি চেক বই এবং ১৯টি ডেবিট/ভিসা কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে এসব একাউন্টে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং সাধারণ জনগণকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



























