সাইফুল ইসলাম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মদন গোপাল দেব বিগ্রহ মন্দির কমিটি গঠন নিয়ে সনাতনী দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও হট্টগোলের কারনে ত্রি-বার্ষিক সম্মেলন পন্ড হয়ে গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্হা বিড়াজ করছে। শনিবার(১৬ জুলাই) বেলা ১১টার দিকে মধুপুর মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরে পরিচলানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় কমিটির সভাপতি সাবেক কলেজ শিক্ষক শুধাংশু দেবনাথ সভাপতিত্ব করেন। এসময় প্রায় দুই শতাধিক সাধারণ সদস্যের উপস্থিতি ছিল। উল্লেখ্য মন্দির কমিটিতে ২১ জন কার্যকরী সদস্য নিয়ে মোট ২১৫ জন সদস্য আছে।
সম্মেলন শুরুতে সম্পাদক বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষ আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন। পরে ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী কমিটি গঠনের প্রক্রিয়ার সময় উপস্হিত সদস্যদের মধ্যে বেশীরভাগ সদস্য নির্বাচন চাইলেও অপর পক্ষ সিলেকশনে নেতৃত্ব গঠনের প্রস্তাব করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কমিটির কার্যকরী সদস্য শুভ চৌহান বলেন উপস্হিত সকলের দাবী ছিল নির্বাচন কিন্তু বর্তমানে যারা কমিটিতে আছে তাদের মধ্যে অনেকেই মন্দিরের জায়গা দখল করে আছে ওই কমিটিকে বহাল রাখার জন্যই এক পক্ষ হামলা চালায় এতে সভা পন্ড হয়ে যায়। কমিটির সাধারণ সদস্য অধ্যাপক সুশীল চন্দ দাস, প্রভাশ ভৌমিক, বাবু সাহা, কমলদে সরকার,মানবেন্দ সাহা সূদর্শন সিংহ, জয়দেব সরকার সহ অনেকেই জানান প্রায় সকল সদসগন নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে থাকলেও বর্তমান কমিটিকে টিকিয়ে রাখার জন্য এক পক্ষ হামলা করলে সভা পন্ড হয়ে যায়। এ সম্মেলন পন্ড হয়ে যাওয়ার পর থেকে এলাকায় থমথমে অবস্হা বিড়াজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। সেজন্য তারা উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।