প্রথমবারের মতো দেশে ডিজিটাল পদ্ধতিতে ‘জনশুমারি ও গৃহগণনা’ শুরু হতে যাচ্ছে। আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা থেকে এই গণনা শুরু হবে। শুরুতেই ভাসমান মানুষদের গণনা করা হবে।
সারা দেশে একযোগে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী এ শুমারি পরিচালনা করবেন। ট্যাবের (কম্পিউটার) সাহায্যে সাত দিন ধরে তারা তথ্য সংগ্রহ করবেন। এতে প্রত্যেক ব্যক্তিকে ৩৫টি তথ্য দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এসব তথ্য জানান।
প্রকল্প পরিচালক বলেন, ‘মঙ্গলবার রাত শূন্য সময় থেকে দেশের প্রায় ২০ হাজার স্পট থেকে ভাসমান ও ছিন্নমূল মানুষ গণনার মাধ্যমে শুরু হচ্ছে ষষ্ঠ জনশুমারি। বুধবার ভোর ৬টা পর্যন্ত ভাসমান মানুষ গণনা করা হবে।’
এরপর বুধবার সকাল ৮টা থেকে শুমারির মূল কাজ শুরু হয়ে আগামী ২১ জুন শেষ হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এই জনশুমারি আগে আদমশুমারি নামে পরিচিত ছিল। সর্বশেষ পঞ্চম শুমারি হয়েছিল ২০১১ সালে। প্রতি ১০ বছর অন্তর এ শুমারি হওয়ার কথা থাকলেও করোনার কারণে গত বছর তা সম্ভব হয়নি।