—- মো: মামুন রানা
তৌহিদী জনতা কিংবা ছাত্র জনতার নামে মব জাস্টিস বন্ধ করতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। বিপ্লব পরবর্তী দেশে এই মুহুর্তে সব চেয়ে বেশী প্রয়োজন হচ্ছে দেশের স্থিতিশীলতা। বৈদেশিক বাণিজ্য, দেশের ব্যবসা বানিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক সব ঠিক রাখার জন্য দেশের স্থিতিশীলতা জরুরি। বিশেষ করে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের সব চেয়ে বড় মাধ্যম আমাদের গার্মেন্টস সেক্টর ও বৈদেশিক শ্রমবাজার ঠিক রাখতে হলে দেশের স্থিতিশীলতা জরুরি।
দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপমেন্ট এর জন্য সব চেয়ে বেশী দরকার বিদেশি বিনিয়োগ। দেশের অস্থিরতার জন্য বিদেশি বিনিয়োগ ব্যাহত হচ্ছে ।
কিন্তু বেশ কিছুদিন ধরেই তৌহিদী জনতা এবং ছাত্রজনতার নামে মব জাস্টিস হচ্ছে, এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ এক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এই অস্থিরতা তৈরির ক্ষেত্রে দেশী বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র থাকার সমুহ সম্ভাবনা রয়েছে।
তাই বিভিন্ন ব্যানারে বিশেষ করে তৌহিদী জনতা কিংবা ছাত্রজনতার নামে মব জাস্টিস বন্ধ করতে হবে।
সবচেয়ে ভালো হয় দেশে দ্রুত একটা নির্বাচিত সরকার আসুক, জনগন তার ভোটাধিকার প্রয়োগ করুক।
জনগণের কাছে জবাবদিহিতা মুলক একটা সরকার থাকলে দেশী বিদেশি কোন চক্রান্ত দেশকে অস্থিতিশীল করতে পারবে না।
একটা ফ্রি ফেয়ার ইলেকশন এখন সময়ের দাবী।
লেখক :
সাবেক ছাত্রদল নেতা, ব্রিটিশ কাউন্সিল সার্টিফায়েড এডুকেশন কনসালট্যান্ট।