আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ থেকেঃ যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে বিএনপি নেতাকর্মীদের উপর আহ্বান রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাবেশের প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়।সরকারের মাথার ওপরের ছায়া সরে গেছে,পতন নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।
রোববার (১৫ মে) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক ডঃ মাহবুবুর রহমান লিটন,সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন বাবলু,যুগ্ন আহবায়ক আলমগীর মাহমুদ আলম,ফকরদ্দিন আহমেদ বাচ্চু,শুক্কুর মাহমুদ ববি,আক্তারুজ্জামান বাচ্চু,মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজি রানা,শ্রমিকদলের মহিউদ্দিন মোহন,এড.নূরুল হক প্রমুখ।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা,গ্রেফতার ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় জেলা ও জেলা সদরের বাইরে থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে নগরীজুড়ে।এ সময় খণ্ড খণ্ড মিছিলে নগরীর পথে পথে ব্যাপক যানজটের সৃষ্টি করে।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকন ও সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম রাজু নেতৃত্বে যুবদল এবং সাবেক ছাত্রনেতা যুব নেতা এনামুল হক আকন্দ লিটনের নেতৃত্বে কৃষক দলের বিশাল মিছিল সমাবেশ স্থলে যোগদান করে।