Thursday , 25 April 2024
শিরোনাম

মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে তেহরানের: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক কৌশলগত। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে ইরানের।

তেহরানে রাশিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে ইব্রাহিম রাইসি রোববার এ কথা বলেন। খবর তাসনিম নিউজের।

এ সময় রাইসি বলেন, দুই দেশের মধ্যে বহুক্ষেত্র পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট রাইসি ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্টের তথ্য বিভাগ জানিয়েছে, ইব্রাহিম রাইসি রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সি দেদভের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তেহরান-মস্কো সম্পর্ককে কৌশলগত বলে উল্লেখ করেছেন।

রুশ রাষ্ট্রদূত দেদভও বলেছেন, মস্কো-তেহরান সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন হবে তার কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নীতি ব্যর্থ হয়ে গেছে।

Check Also

দুই ভাইয়ের হত্যাকান্ড মধ্যযোগীয় বর্রবরতাকেও হার মানিয়েছে- প্রাণীসম্পদ মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x