Friday , 29 March 2024
শিরোনাম

মাইজভান্ডার দরবার শরীফের হক মঞ্জিলে হাজার হাজার মানুষের সমাগম বিপুল পরিমান নারী পুরুষের বায়াত গ্রহন

লোকমান আনছারী চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ । মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শাজ্জাদানশীল রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর হাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসলিম নারী পুরুষ বায়াত গ্রহন করেন ।২৯ জুলাই শুক্রবার সকাল দশটার সময়ে গাউসিয়া হক মঞ্জিলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী পুরুষকে বায়াত করার পর দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী । গতকাল ২৯ জুলাই শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসলিম নারী ও পুরুষ বাস, কার, মাইক্রোবাস, হাইস,সিএনজি অটোরিক্সা, মোটর সাইকেল নিয়ে মাইজভান্ডার দরবারের গাউসিয়া হক মঞ্জিলে উপস্থিত হয় । দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী পুরূষের মধ্যে যারা বায়াত গ্রহন করার জন্য আসেন পুরুষদের বাইরে হক মঞ্জিলের মাঠে বসিয়ে নারীদের হক মঞ্জিলের ভেতর বসিয়ে সকাল দশটার সময়ে নারী ও পুরুষদের পৃথকভাবে বায়াত করান রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী । বায়াত গ্রহন শেষে মাইজভান্ডার দারবার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামোজের সময়ে মসজিদের চারতলা ভবন পুর্ণ হয়ে মসজিদের সামনে রাস্তায় মসজিদের পুর্ব দিকে হক মঞ্জিলের মাঠ, শান্তিকুঞ্জ ভবন মাঠ ও মাঠের বাইরে পুকুরের ঘাটে, দাড়িয়ে হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে বিশ্ব অলি শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী রওজা শরীফ জেয়ারত শেষে আগত হাজার হাজার আশেক ভক্ত মুরিদানের কল্যানে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী প্রকাশ মাওলা হুজুর । গতকাল ২৯ জুলাই শুক্রবার দুপুরে হাজার হাজার মানুষকে পুর্ব বাড়ীর ভবনের ৫ তলা, চারতলা, ২ য তলা নিচের তলায় বসিয়ে তবরুক খাওয়ার ব্যবস্থা করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ্ব।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x