ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে ঘাম, গৌরবে ভরা এক শিক্ষার্থীর যাত্রা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনে ছাবিকুন্নাহার পলি

সাংবাদিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ ছাবিকুন্নাহার পলি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খেলার মাঠে দীর্ঘদিন ধরে সক্রিয় এই শিক্ষার্থী শুধু দলের জয় নয়, বরং ক্রীড়া চেতনা ও বিশ্ববিদ্যালয়ের গৌরব ধরে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাধিক সাফল্যের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী হ্যান্ডবল দলের হয়ে অংশগ্রহণ করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। এছাড়া আন্তঃহল উপাচার্য কাপ (২০২২–২০২৪)-এ দলকে রানার-আপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এতেই থেমে থাকেননি। ২০২৩ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দলে খেলেছেন তিনি। হ্যান্ডবলের পাশাপাশি বাস্কেটবলেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের নারী বাস্কেটবল দলেরও একজন খেলোয়াড়।

তার কৃতিত্বের ঝুলিতে রয়েছে আরও অনেক অর্জন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নওয়াব ফয়জুন্নেসা হলের হয়ে একবার চ্যাম্পিয়ন ও দুইবার রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। কেন্দ্রীয় প্রতিযোগিতায়ও পেয়েছেন স্থান। পাশাপাশি জেলা পর্যায়েও স্কুল-কলেজ জীবনে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী হয়েছেন।

কেবল খেলোয়াড় হিসেবেই নয়, নেতৃত্বের গুণেও তিনি সমৃদ্ধ। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া শিক্ষাবৃত্তি অর্জন তার অবদানের স্বীকৃতি বহন করে।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও ক্রীড়াবিদরা মনে করেন, ছাবিকুন্নাহার পলি কেবল একজন খেলোয়াড় নন; তিনি ক্রীড়া চেতনা, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের প্রতীক। তার সাফল্য আগামী প্রজন্মের নারী শিক্ষার্থীদেরও খেলাধুলায় যুক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৫১৭ Time View

মাঠে ঘাম, গৌরবে ভরা এক শিক্ষার্থীর যাত্রা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনে ছাবিকুন্নাহার পলি

আপডেটের সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ ছাবিকুন্নাহার পলি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খেলার মাঠে দীর্ঘদিন ধরে সক্রিয় এই শিক্ষার্থী শুধু দলের জয় নয়, বরং ক্রীড়া চেতনা ও বিশ্ববিদ্যালয়ের গৌরব ধরে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাধিক সাফল্যের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী হ্যান্ডবল দলের হয়ে অংশগ্রহণ করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। এছাড়া আন্তঃহল উপাচার্য কাপ (২০২২–২০২৪)-এ দলকে রানার-আপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এতেই থেমে থাকেননি। ২০২৩ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দলে খেলেছেন তিনি। হ্যান্ডবলের পাশাপাশি বাস্কেটবলেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের নারী বাস্কেটবল দলেরও একজন খেলোয়াড়।

তার কৃতিত্বের ঝুলিতে রয়েছে আরও অনেক অর্জন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নওয়াব ফয়জুন্নেসা হলের হয়ে একবার চ্যাম্পিয়ন ও দুইবার রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। কেন্দ্রীয় প্রতিযোগিতায়ও পেয়েছেন স্থান। পাশাপাশি জেলা পর্যায়েও স্কুল-কলেজ জীবনে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী হয়েছেন।

কেবল খেলোয়াড় হিসেবেই নয়, নেতৃত্বের গুণেও তিনি সমৃদ্ধ। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া শিক্ষাবৃত্তি অর্জন তার অবদানের স্বীকৃতি বহন করে।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও ক্রীড়াবিদরা মনে করেন, ছাবিকুন্নাহার পলি কেবল একজন খেলোয়াড় নন; তিনি ক্রীড়া চেতনা, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের প্রতীক। তার সাফল্য আগামী প্রজন্মের নারী শিক্ষার্থীদেরও খেলাধুলায় যুক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।