মাত্র সাড়ে তিন লাখ টাকায় রিসোর্টের মালিক হবেন যেভাবে
সাগরকন্যা কুয়াকাটায় বিলাসবহুল আন্তর্জাতিক মানের হোটেল ও রিসোর্টে মাত্র সাড়ে ৩ লাখ টাকা খরচ করে মালিকানা লাভের সুযোগ করে দিচ্ছে টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস।
প্রতিষ্ঠানটি কুয়াকাটার কেন্দ্রস্থল জিরো পয়েন্টের সন্নিকটে সমুদ্রের একদম কাছাকাছি গড়ে তুলছে বিশ্বমানের বিলাসবহুল রিসোর্ট হোটেল ‘টাওয়ার আল সাফা’, যেখানে বিনিয়োগের মাধ্যমে হালাল আয়ের পাশাপাশি আজীবন মালিকানার সুযোগ থাকছে।
টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস কর্তৃপক্ষের নির্মিতব্য ‘টাওয়ার আল সাফায়’ থাকছে- ১৮৪টি বিলাসবহুল স্যুট, আধুনিক সুইমিং পুল, জিম, স্পা সেন্টার, পার্কিংসহ আধুনিক রিসোর্টের সকল সুবিধা।
এ বিষয়ে টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস কর্তৃপক্ষ জানায়, মাত্র ৩.৫ লক্ষ টাকা বিনিয়োগ করে যে কেউ নিষ্কন্টক জমিতে নির্মিতব্য ‘টাওয়ার আল সাফার’ মতো আন্তর্জাতিক মানের অভিজাত হোটেলে মালিকানার পাশাপাশি আজীবন মেয়াদের মেম্বারশিপ কার্ড পাবেন। যার মাধ্যমে সাফ কবলা রেজিস্ট্রেশনসহ এ সম্পত্তি বংশ পরম্পরায় প্রয়োজনে বিক্রি বা হস্তান্তরের সুবিধা থাকবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, একবার বিনিয়োগ করলে ঘরে বসে প্রতি বছর ঝুঁকিমুক্ত নিশ্চিত হালাল আয়ের সুযোগের নিশ্চয়তা থাকছে। এ ছাড়া নিজ হোটেলে পরিবার ও বন্ধুবান্ধবসহ বছরে ৫ দিন সম্পূর্ণ ফ্রি অবকাশ যাপনের সুযোগ থাকবে।
প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টসের কর্ণধার হুমায়ের জিদান বলেন, “বাংলাদেশ সরকার কুয়াকাটাকে সম্প্রতি ‘ট্যুরিজম সেন্টার’ হিসেবে ঘোষণা করেছে এবং সাগরকন্যা খ্যাত এলাকাটির উন্নয়নের জন্য একটি বিশেষ মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে। চলমান মাস্টারপ্ল্যানকে সামনে রেখে আমরা এ প্রকল্প হাতে নিয়েছি। এ ছাড়া সম্প্রতি সেন্টমাটিন ও কক্সবাজারে আমরা সরকারি বিধি-নিষেধ আরোপ হতে দেখেছি। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত কারণে সামনে হয়ত সরকার আরো কঠোর ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে কুয়াকাটা পর্যটন খাতে এদেশের ভবিষ্যৎ গন্তব্য হতে যাচ্ছো”
তিনি আরও বলেন, ”এই প্রকল্পের বিশ্বস্ত অংশীদার হিসেবে কেউ বিনিয়োগ করলে নিশ্চিত ও দীর্ঘমেয়াদী হালাল আয়ের সুযোগ পাবে। এ ছাড়া সময়ের ব্যবধানে শেয়ার মূল্য বৃদ্ধি পেলে বিক্রি বা আয় বাড়ার সুযোগ থাকছে। এককালীন বিনিয়োগের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে আমরা সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ রেখেছি। পাশাপশি ঈদ উপলক্ষে কোনো গ্রাহক বিনিয়োগ করতে চাইলে তার জন্য থাকছে বিশেষ ছাড়া।”
রিসোর্ট হোটেল টাওয়ার আল সাফায় বিনিয়োগের জন্য টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টসের হেড অফিস, ফোন কল বা ফেসবুক পেইজে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি।
যোগাযোগের জন্য ফোন করুন: +8801766596842, +8809648933455
অফিস: বাসা ৬৮৪, রোড ৯, এভিনিউ ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা।
ফেসবুক পেইজ: https://www.facebook.com/profile.php?id=6157259708400