কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় মাদক সেবনের দায়ে তিন জনের ১৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ ইসাহাক আলী (১৭ ই মার্চ) বৃহস্পতিবার রাত ৯ টার এই সাজা দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মানিককাট গ্রামের মিলন সরকার (৬১), একই গ্রামের সজীব সরকার (২৭) ও কালিশংকরপুর গ্রামের বিভীষণ (৩৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলী বলেন, বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৯ টার দিকে খোকসা উপজেলা যুব সংঘ ক্লাবের সামনের এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিন জনকে আটক করা হয়। গাঁজা সেবনের দায়ে ওই তিনজনকে ১হাজার ৫’শ টাকা অর্থদণ্ড ও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।