মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
আগামীকাল থেকে পুজো শুরু হবে আমরা আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের মাঝে বলতে এসেছি যে আপনারা যেমন আমাদের পাশে আছেন ঠিক তেমনি আমরা আপনাদের পাশে আছি।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহরের পূজামন্ডব গুলোর শেষ সময়ের প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম-বার)।
তিনি আরো বলেন, এবার পুজোয় আইনশৃংখলা পরিস্থিতি ভালো প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার সদস্য দেয়া হয়েছে। আপনাদের নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছেন, আইনশৃংখলা বিষয়ে সর্বোচ্চ সহযোগীতা পাবেন।
শহরের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় পূজা কমিটির সাথে কথা বলে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) অপু মোহন্ত, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।