নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে আলোচনাসভা ও র্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে শিক্ষক দিবস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান, সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহানসহ বিভিন্ন স্কুল কলেজের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন- দেশে প্রথমবারের মতো সরকারিভাবে ‘শিক্ষক দিবস’ উদযাপিত হচ্ছে। দেশের সকল স্তরের শিক্ষকেরা এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। শিক্ষকদের হাতে শিক্ষার রুপান্তর শুরু এই শাশ্বত চিরন্তন সত্য কথাটি শিক্ষক দিবসে ফুটে উঠায় শিক্ষকের গুরুত্ব ও মর্যাদা নতুন করে প্রতিষ্ঠিত হবে।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথমবারের মত ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।