সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি।। মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকালে মানিকগঞ্জর সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শান্তা রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ছিনিয়র সহ-সভাপতি, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিমুদ্দিন ভুইয়া, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টার উপস্থিত ছিলেন।
এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, মানুষ উদগ্রীব হয়ে আছে নৌকা মার্কায় ভোট দেবার জন্য। মানিকগঞ্জ বাসী খুশী। আওয়ামী লীগের বিগত আমলে ব্যাপক উন্নতি হয়েছে। বিএনপি জামাতের আমলে কোন উন্নয়ন হয় নাই। তারা শুধু মারা মারি করেছে। আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেছেন।
জাহিদ মালেক আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে, তরুণ ও তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যাবস্থা করব। মানিকগঞ্জ তথা সাটুরিয়ায় শিল্পাঞ্চল গড়ে তোলব।
এসময় মানিকগঞ্জ, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ, বিভিন্ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।